সকল মেনু

পদ্মা সেতুর ২৪ ভাগ কাজ শেষ: ওবায়দুল কাদের

1441287521নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ০৩ সেপ্টেম্বর : ‘পদ্মা সেতুর ২৪ ভাগ কাজ শেষ হয়েছে। মূল পাইলিং স্থাপন শেষে সেতুর কাজে আরো গতি বাড়বে। বেশিরভাগ কাজই এখন চীনে হচ্ছে। তাই হঠাৎ করে দেখা যাবে কাজ অনেকটাই শেষ হয়ে গেছে।’ বৃহস্পতিবার দুপুরে পদ্মা সেতুর প্রকল্প এলাকা মাওয়া পরিদর্শনকালে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। এ সময় তিনি লৌহজংরে পদ্মা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি আরো বলেন, ‘পদ্মা সেতুর কনসট্রাকশন ইয়ার্ডের ভাঙ্গন দেখা দিলেও আপাতত তা বন্ধ হয়েছে। সেতু এলাকায় নতুন করে আর কোনো ভাঙ্গন দেখা যায়নি। এ পর্যন্ত কয়েকবার ভাঙ্গলেও পদ্মা সেতুর কাজ স্বাভাবিক গতিতেই চলছে।’ এ সময় সেতু বিভাগের কর্মকর্তারাও মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top