সকল মেনু

যশোরের বেনাপোল বন্দর পরিদর্শনে- যোগাযোগ মন্ত্রী

Jessore Pic-01=07.06.2013রিপন হোসেন, যশোর প্রতিনিধি :যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ১৫ই জুন থেকে সারা দেশের সড়কের দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা সব স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান শুরু করা হবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে গঠিত ক্যাবিনেট কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক সড়কে যানচলাচল নিরাপদ করতে কিছু কঠিন সিদ্ধান্ত নেয়া হবে। দেশের সব মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি, ইজিবাইক, মাহেন্দ্রসহ সব ধরণের অবৈধ যানচলাচল নিষিদ্ধ করা হবে। মন্ত্রী আজ দুপুরে যশোরের বেনাপোলে ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত বেনাপোল বন্দর বাইপাস সড়কের নির্মাণ কাজ পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান। এসময় স্থানীয় এমপি শেখ আফিল উদ্দিন, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, সড়ক ও জনপদ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মন্ত্রী বলেন, আসন্ন ঈদের আগে দেশের সব সড়ক ও মহাসড়ককে যানবাহন চলাচলের উপযোগী করা হবে। এই জন্য অগ্রাধিকার ভিত্তিতে ইতিমধ্যে ১ শো ৩১ কোটি টাকার বিশেষ বরাদ্ধ দেওয়া হয়েছে। এই কাজে কোন প্রকারের অনিয়ম, দূর্নীতি হলে তা বরদাস্ত করা হবে না। মন্ত্রী বলেন, বেনাপোল বন্দরের সড়ক যোগাযোগ স্থাপনে ১৮ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। ইতিমধ্যে আরো ৩ কোটি টাকার বিশেষ বরাদ্ধ দেওয়া হয়েছ্ ে। আগামী অর্থ বছরে আরো ১৪ কোটি টাকা বরাদ্ধ করা হবে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, আমার হাতে আলাউদ্দিনের চেরাগ নেই। রাতারাতি সব কিছু করা সম্ভব নয়। তবে চেষ্টা করছি। যোগাযোগ মন্ত্রনালয় টপ প্রায়োডির ভিত্তিতে আসন্ন ঈদে ঘরমুখি মানুষের যাত্রা নির্বিঘœ করতে চায়। মন্ত্রী যশোর সড়ক বিভাগের বাস্তবায়নাধীন বিভিন্ন সড়কের নির্মান ও সংস্কার কাজ দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top