সকল মেনু

ছাত্রলীগের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া অন্যায়

1441205168নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ০৩ সেপ্টেম্বর : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ছাত্রলীগের ৭ জন নেতা-কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ঘটনাকে অন্যায় বলে মন্তব্য করেছেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। বুধবার সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। জাফর ইকবাল প্রশ্ন তুলে বলেন, ‘‘শিক্ষকদের ওপর কে হামলা করেছে? ছাত্রলীগের ছেলেরা? না। এরা তো ছাত্র, আমাদের ছাত্র। এত কম বয়সী ছেলে, এরা কি বুঝে? ওদেরকে আপনি যা-ই বোঝাবেন তাই বুঝবে। কাজেই আমি যখন দেখলাম যে ৩ জন আর ৪ জনকে বহিষ্কার করা হয়েছে, এখন আমার লিটারালি (আক্ষরিক অর্থে) ওদের জন্য মায়া লাগছে।’’ শিক্ষককে লাঞ্ছিত করার জের ধরে গত সোমবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি শাবি ছাত্রলীগের ৩ নেতাকে দল থেকে অব্যাহতি দেয়। এরপর মঙ্গলবার বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের ৪ কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়। এরই প্রেক্ষিতে শিক্ষাবিদ ড.জাফর ইকাবাল বলেন, ‘এদেরকে যাঁরা বিপথগামী করেছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে।’ তিনি বলেন, ‘এই বাচ্চা ছেলেগুলোকে মিসগাইডেড করে পাঠিয়ে দিয়েছে। এখন তারাই বিপদে পড়েছে। ছাত্রত্ব বাতিল হবে, শাস্তি হবে।’ ছাত্রলীগ থেকে আগাছা পরিষ্কার করতে হবে—সমপ্রতি প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘এরা আমাদের ছাত্র। এদের আমাদের কাছে পঠিয়ে দেন। আমরা ওদের মাথায় হাত বুলিয়ে, ওদের সঙ্গে কথা বলে, ওদেরকে ঠিক জায়গায় নিয়ে আসতে পারবো।’ তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী বলেছেন আগাছাকে দূর করে দিতে। আমি বলি যে, না। আগাছাকে আমরা ফুলগাছে পরিণত করবো। আমাদের ছাত্র; আমাদের কাছে পাঠিয়ে দেন। আমরা ওদেরকে ঠিক করে দেবো।’’ গত ৩০ আগস্ট রোববার উপাচার্যের অপসারণ দাবিতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক ফোরামের শিক্ষকরা উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে ছাত্রলীগ তাদের উপর হামলা করে ব্যানার কেড়ে নেয়। এ ঘটনায় অধ্যাপক ইয়াসমিন হকসহ ৭ জন শিক্ষক আহত হন। এর প্রতিবাদে গত সোমবার থেকে ক্যামপাসে কর্মবিরতিসহ ধারাবাহিক কর্মসূচি পালন করছে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক ফোরাম।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top