সকল মেনু

‘ব্রাজিলকে বেছে নেওয়া ছিল সবচেয়ে সহজ সিদ্ধান্ত’

1441189778ক্রীড়া ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ০২ সেপ্টেম্বর : বড় ভাই থিয়াগো আলকানতারা বেছে নিয়েছেন স্পেনকে। কিন্তু ছোট ভাই রাফিনহা বেছে নিলেন পিতৃপুরুষের ভূমি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। বার্সেলোনার এই তরুণ মিডফিল্ডার জানিয়েছেন ব্রাজিলের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়াটা ছিলো তার জীবনের সবচেয়ে সহজ সিদ্ধান্ত। থিয়াগো ও রাফিনহার জন্ম ইতালিতে, মা বাবা জন্মসূত্রে ব্রাজিলিয়ান। দুই জনেই বার্সেলোনার তরুণ একাডেমি লা মাসিয়ায় বেড়ে উঠেছেন। থিয়াগো বড় হয়ে পিতৃভূমির জায়গায় নিজের বর্তমান আবাস স্পেনকেই আপন করে নিয়েছেন। স্পেনের নতুন জাভি বলে খ্যাত বর্তমানে বায়ার্ন মিউনিখে খেলা থিয়াগো স্পেনকে অনুর্ধ্ব ১৯ ও ২১ পর্যায়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতিয়েছেন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে। কিন্তু তারই ছোট ভাই আরেকজন প্রতিশ্রুতিশীল মিডফিল্ডার বিনা দ্বিধায় বেছে নিয়েছেন পিতৃপুরুষের ভূমি ব্রাজিলকে, কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলের হয়ে ডাক পেয়েছেন তিনি। এটি তার জীবনের সবচেয়ে সহজ সিদ্ধান্ত উল্লেখ করে রাফিনহো বলেন, ব্রাজিল এবং স্পেনের মধ্যে একটিকে বেছে নেওয়া আমার জীবনের সবচেয়ে সহজ সিদ্ধান্ত ছিল। আমি আমার হৃদয়কে অনুসরন করেছি এবং ব্রাজিলকে বেছে নিয়েছি। বড় ভাইয়ের স্পেনের হয়ে খেলার সিদ্ধান্তর বিষয়ে বলেন, আমি এবং বাবা সব সময় থিয়াগোকে ব্রাজিলের হয়ে খেলতে অনুপ্রাণিত করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সেটি কাজ করেনি, সে অনেক তরুণ বয়সে স্পেনের হয়ে ডাক পেয়েছিল। উল্লেখ্য, থিয়াগো ও রাফিনহার বাবা মাজিনহো ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top