সকল মেনু

পদক্ষেপ না নিলে শিগগিরই বিলুপ্ত হবে রাখাইন সম্প্রদায়

imagesনিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ০১ সেপ্টেম্বর : ‘ভূমি দখল, মিথ্যা মামলা, ধর্ষণ আর নির্যাতনের আতঙ্কে পটুয়াখালী ও বরগুনা জেলার লক্ষাধিক রাখাইন সম্প্রদায়ের সংখ্যা কমে এখন প্রায় আড়াই হাজারে এসে দাঁড়িয়েছে। এখনি এদের রক্ষায় সরকার যথাযথ পদক্ষেপ না নিলে খুব শিগগিরই দেশ থেকে রাখাইন সম্প্রদায় বিলুপ্ত হয়ে যাবে।’ মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এ সব কথা বলেন। সম্প্রতি পটুয়াখালী ও বরগুনার রাখাইন জনপদ সরেজমিন ঘুরে এসে রাখাইন সমপ্রদায়ের সমস্যা ও তাদের দাবি তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন—আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি সংসদ সদস্য ঊষাতন তালুকদার, লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ প্রমুখ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঐক্যন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, আইডির নির্বাহী পরিচালক নুমান আহম্মেদ খান, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জিব দ্রং প্রমুখ।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top