সকল মেনু

ঢাকার রাস্তায় পশুর হাট বসবে না: ডিএমপি কমিশনার

414_78235নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৩১ আগস্ট : ডিএমপি কমিশনার আছাদুজ্জামান বলেছেন, আসন্ন কোরবানির ঈদে ঢাকা মহানগরের কোন সড়কে পশুর হাট বসবে না। যারা এ আদেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সোমবার মহাখালী বাস টার্মিনালে অজ্ঞান ও মলম পার্টি প্রতিরোধে সচেতনতা কার্যক্রমে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, যানজট নিরসনে এবার রাজধানীতে রাস্তায় পশুর হাট বসতে দেয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ ব্যাপারে ব্যবস্থা নেবেন। এরই মধ্যে দুই সিটি করপোরেশনের সংশ্লিষ্টদের সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে। তারাও এ ব্যাপারে একমত পোষণ করেছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে ডিএমপি কমিশনার অজ্ঞান ও মলম পার্টির সদস্যদের প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে সর্বসাধারণ ও গাড়িচালকদের মধ্যে লিফলেট বিতরণ করেন। কার্যক্রমটি আয়োজন করে ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগ। এ সময় আরো উপস্থি্ত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপারেশন) শেখ মুহাম্মদ মারুফ হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খন্দকার গোলাম ফারুক, পুলিশের তেজগাঁও জোনের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার, ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহণ ইউনিয়নের সভাপতি মো. ছাদিকুর রহমান হিরু, ঢাকা জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top