সকল মেনু

সৌদি আরবে ৮ বাংলাদেশি হজ যাত্রী মারা গেছে

haj-flight-osmaniআন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ২৯ আগস্ট : সৌদি আরবে আজ শনিবার এক বাংলাদেশি হজ যাত্রী মারা গেছে । এ নিয়ে এই বছর সৌদি আরবে আট বাংলাদেশি হজ যাত্রী মারা গেল । আজ মৃত হজ যাত্রীর নাম মোসা. মারুফা শায়লা(৩৭)। গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়। তার (হজ যাত্রীর) আইডি নং- ৯৯৬৩২৭৮, পাসপোর্ট নং বি ই ০৬৫৭২৭১। তিনি গত ১৯ আগস্ট বিজি-৫০১৭ ফ্লাইটে সৌদি আরব আসেন। মৃত আট জনের মধ্যে একজন মহিলা, সাতজন পুরুষ। মৃত অন্যরা হলেন- মো. আফজান হোসেন (৭৯), পাসপোর্ট নং বি ই ০৭৫০৫৪২। গ্রামের বাড়ি নওগাঁয়। মো. আতিয়ার রহমান (৭৭), পাসপোর্ট নং বি এ ০৯৮৬৩৭৮। বাড়ি যশোর জেলায়। মো. গাজী রহমান (৭৭), পাসপোর্ট নং বি ই ০৩১৮৯৯৭। বাড়ি কুমিল্লায়। মো. কাজিম উদ্দিন (৫৯), পাসপোর্ট নং বি ই ০৪৩২৯২৫। বাড়ি শেরপুরে। মো. আমবার আলী (৫২), পাসপোর্ট নং ০২৪৬১৫৯। বাড়ি দিনাজপুর জেলায়। মীর লিয়াকত আলী (৬১), পাসপোর্ট নং বি এফ ০২৫৮৫২০। বাড়ি ঢাকার শাহজাহানপুর। সফিকুল ইসলাম (৬৫), পাসপোর্ট নং বি ই ০৬৫৫০৯৪। বাড়ি কুমিল্লার মুরাদনগরে। হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানরা এখন সৌদি আরবে অবস্থান করছেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top