সকল মেনু

নিরাপত্তা চেয়ে থানায় ব্লগার শাম্মীর জিডি

1440773181আন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ২৮ আগস্ট : রাজধানীর মোহাম্মদপুর থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন নারী ব্লগার শাম্মী। বৃহস্পতিবার সন্ধ্যায় ২ জন অজ্ঞাত যুবক তাকে অনুসরণ করার কথা জিডিতে উল্লেখ করা হয়েছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে থানায় এসে ওই নারী নিরাপত্তা চেয়ে জিডি করেন। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই নারী ব্লগার লালমাটিয়ার বাসা থেকে ধানমন্ডির মিনা বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এসময় অজ্ঞাত ২ যুবক তাকে অনুসরণ করেন। পরে এক সহকর্মীর সহায়তায় তিনি বাসায় ফিরে আসেন। গত ৭ আগস্ট ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়কে(২৭)রাজধানীর পূর্ব গোড়ানে তার বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ তা নেয়নি বলে নিহত হওয়ার আগে ফেসবুকে ব্লগার নীলাদ্রি স্ট্যাটাস দিয়েছিলেন। এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হলে পুলিশের গাফিলতি তদন্তে দাবি প্রকট হয়ে ওঠে। এ ঘটনার প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হত্যাকাণ্ডের পর আনসার আল ইসলাম নামের একটি সংগঠন দায় স্বীকার করে গণমাধ্যমে ই-মেইল পাঠায়। নীলাদ্রির স্ত্রী আশা মনি অভিযোগ করেন, ২ জন লোক তাকে অনুসরণ করছে বুঝতে পেরে খিলগাঁও থানায় জিডি করতে গিয়েছিলেন নীলাদ্রি। সেখান থেকে তাকে শাহজাহানপুর থানায় যাওয়ার পরামর্শ দেয়া হয়। শেষ পর্যন্ত কোনো থানাতেই আর জিডি করতে পারেননি নীলাদ্রি। এসময় পুলিশ তাকে দেশ ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেয় বলেও স্ট্যাটাসে উল্লেখ করেছিলেন নীলাদ্রি।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top