সকল মেনু

বুধবার নড়াইলে সুলতান উৎসব শুরু

1440491217নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৫ আগস্ট : বুধবার বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯১তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে ৪ দিনব্যাপী এস এম সুলতান উৎসব শুরু হচ্ছে। শহরের সুলতান মঞ্চে উৎসবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. হেলাল মাহামুদ শরীফ। এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এই উৎসবের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে আর্ট ক্যাম্পের উদ্বোধন, চিত্র প্রদর্শনীর উদ্বোধন, শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, পদক প্রদান- মুন্সী ওয়ালিউর রহমান স্মৃতিপদক (সমাজ সেবা) এবং এডভোকেট শরীফ আব্দুল হাকিম স্মৃতি পদক (সাংবাদিকতা) এবং প্রতিদিন থাকলে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এরই মধ্যে উৎসবের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ। ২৯ আগস্ট সমাপনী দিনে এস এম সুলতান ফাউন্ডেশন এবং জেলা প্রশাসনের আয়োজনে চিত্রানদীতে অনুষ্ঠিত হবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। আর এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন পুরুষ ও মহিলাদের বাইচ দল এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, ১৯২৪ সালের ১০ আগস্ট তৎকালীন মহকুমা শহর নড়াইলের চিত্রা নদীর পাশে সবুজ শ্যামল ছায়া ঘেরা মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন শিল্পী এস এম সুলতান। তার পিতা মো. মেছের আলি মাতা মোছা. মাজু বিবি। গুণী এই চিত্রশিল্পী ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্স আটির্ষ্ট হিসেবে স্বীকৃতি, ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদক পান। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সমারিক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top