সকল মেনু

কিবরিয়া হত্যা মামলা, অভিযোগ গঠন অষ্টমবারের মতো পেছাল

indexনিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৫ আগস্ট : সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জ (অভিযোগ) গঠনের তারিখ অষ্টমবারের মতো পেছাল। সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীসহ কয়েকজন আসামি আদালতে হাজির না হওয়ায় মঙ্গলবার এই মামলার চার্জ গঠন করেননি সিলেট বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক মকবুল আহসান। এছাড়া এই মামলার চার্জ গঠনের জন্য নতুন কোনো তারিখও ধার্য হয়নি। সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর জানিয়েছেন, চার্জ গঠনের তারিখ পরবর্তীতে জানানো হবে। মঙ্গলবার হবিগঞ্জের পৌর মেয়র জিকে গৌছ, মিজানুর রহমান মিন্টু, হাফেজ মো. নাঈম, বদরুল আলম মিজান ও রিপনসহ জেলহাজতে থাকা ১৪ জনের মধ্যে ৫ জনকে আদালতে হাজির করা হয়। অ্যাডভোকেট কিশোর কর জানান, কিবরিয়া হত্যা মামলার ৩২ আসামির মধ্যে ৮ জন জামিনে, ১৪ জন কারাগারে ও ১০ জন পলাতক রয়েছেন। এর আগে গত ২১, ৬, ১৪ জুন ও ২৩ জুলাই এবং ৩, ১০ ও ১৮ আগস্ট আলোচিত এই মামলার চার্জ গঠনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সব আসামি আদালতে হাজির করতে না পারায় চার্জ গঠনের তারিখ পিছিয়ে যায়। উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top