সকল মেনু

সিলেটে বিজিবি আন্তঃব্যাটালিয়ন কারাতে প্রতিযোগিতা শুরু

BGB_logo_banglanews24_691818245ক্রীড়া ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ২৪ আগস্ট : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের আন্তঃব্যাটালিয়ন কারাতে প্রতিযোগিতা-২০১৫ শুরু হয়েছে। বিজিবি সিলেট সেক্টরের সার্বিক তত্ত্বাবধানে প্রতিযোগিতার আয়োজন করে ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। সোমবার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে. কর্ণেল শাহ আলম চৌধুরী পিবিজিএম। সিলেট সেক্টরের অধীনস্থ ৫, ৮ এবং স্বাগতিক ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাছাইকৃত খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠান ও প্রতিযোগিতা চলাকালে উপস্থিত ছিলেন সিলেট সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ও অধিনায়ক ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন লে. কর্নেল শাহ আলম চৌধুরী পিবিজিএম, ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন পিবিজিএম, মেজর মো. জাহিদুল ইসলাম, জিএসও-২ বিজিবি সিলেটসহ সিলেট সেক্টরের অন্যান্য অফিসারগণ ও সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মঙ্গলবার চূড়ান্ত বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্ত হবে। বিজিবি ৪১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. ছাইফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top