সকল মেনু

বিএনপি জঙ্গিদের নিয়ে বিশেষ পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত: হাছান মাহমুদ

1440409380নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৪ আগস্ট : বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনৈতিকভাবে পরাজিত বিএনপি এখন জঙ্গি আশ্রয়ী রাজনীতি করছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে বিএনপি ক্ষমতা নিষ্কণ্টক করতে চাইছে। বিএনপি সবসময়ই মানুষের লাশের উপর দিয়ে অবৈধভাবে ক্ষমতায় গেছে। বিএনপি এখন জঙ্গিদের সঙ্গে নিয়ে একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত। সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রয়াত আইভি রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির আশ্রয় এবং প্রশ্রয়ে এদেশে জঙ্গিবাদের বিস্তার হয়েছিল। সম্প্রতি বিএনপির তিনজন নেতার সঙ্গে জঙ্গিদের আর্থিক লেনদেনের বিষয়টি বেরিয়ে এসেছে। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো বিএনপি অন্যান্য নেতাদের ব্যাপারেও যেন খোঁজ খবর নেয়া হয়। খোঁজ খবর নিলে আরও যারা জঙ্গিদের অর্থায়ন করছে তা বেরিয়ে আসবে। ২১শে আগস্টের গ্রেনেড হামলা প্রসঙ্গে আওয়ামী লীগের এ নেতা বলেন, এই হামলা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্ঞাতসারে এবং তারেক জিয়ার পরিচালনায়। হামলা পরবর্তী বিভিন্ন ঘটনার মাধ্যমে তা পরিষ্কারভাবে বোঝা গিয়েছিল। হামলার পরে আহতদের সাহায্যার্থে সাধারণ জনগণ এগিয়ে আসলে পুলিশবাহিনী তাদের সেদিন সরিয়ে দেয়। দুটো গ্রেনেড অবিস্ফোরিত অবস্থায় পরে থাকতে দেখা গেলেও তা উদ্ধারের কোন তৎপরতা লক্ষ্য করা যায় নি। একজন পুলিশ সদস্যকেও সেদিন দায়িত্বে অবহেলার জন্য শাস্তি প্রদান করা হয়নি। এমনকি সংসদে একটি নিন্দা প্রস্তাবও আনা হয়নি। উপরন্তু হামলার জন্য আওয়ামী লীগ নেতাদের উল্টো দায়ী করা হয়েছিল। এ ঘটনাগুলোই বলে দেয় শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সেদিনের হামলা কারা করেছিল। হাছান মাহমুদ তার বক্তব্যে দলের ভিতরে অনুপ্রবেশকারীদের ব্যাপারে সজাগ থাকার জন্য অনুরোধ জানান। এম এ করিমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এড. সাহারা খাতুন এমপি, ক্যাপ্টেন তাজুল ইসলাম এমপি, এড. শামসুল হক টুকু এমপি প্রমুখ।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top