সকল মেনু

চাটমোহরে গ্রামীণফোন কর্মীর টাকা ছিনতাই

1428124055নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৩ আগস্ট : পাবনার চাটমোহরে রোববার বিকেলে গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধি মানিক হোসেনকে (২৫) ছুরিকাঘাত করে প্রায় সাড়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। চাটমোহর-ছাইকোলা সড়কের বোয়ালমারী করবস্থান এলাকায় এ ঘটনা ঘটে। আহত মানিক উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। মানিক ঈশ্বরদী উপজেলার সাড়া ঝাউদিয়া গ্রামের আব্দুল নান্নুর ছেলে। চিকিৎসাধীন মানিক জানান, রোববার বিকেল ৫টার দিকে তিনি ছাইকোলা এলাকায় কাজ সেরে মোটরসাইকেলে শহরে ফিরছিলেন। পথিমধ্যে তিনজন সন্ত্রাসী মোটরসাইকেল দিয়ে তার পথরোধ করে। এ সময় প্রথমে তারা হাত ও পিঠে ছুরিকাঘাত করে। তাতেও কাজ না হলে পিস্তল ঠেকিয়ে তার কাছ থেকে ৩ লাখ ২০ হাজার টাকা, চারটি মোবাইল সেট, সিম ও প্রিপেইড কার্ডসহ সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে ছাইকোলার দিকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী জানতে পেরে তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে ভর্তি করে। থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, আমরা হাসপাতালে মানিকের সঙ্গে কথা বলেছি। এর সঙ্গে কারা জড়িত তার হদিশ করা হচ্ছে। এখনো মামলা হয়নি।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top