সকল মেনু

বিচ্ছিন্ন ঘটনায় দল নয় ব্যক্তি দায়ী : শিল্পমন্ত্রী

Jhalokathi1440256640নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৩ আগস্ট : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘বিচ্ছিন্ন ঘটনার জন্য দল নয়, ব্যক্তি দায়ী।’ রোববার দুপুরে শিল্পকলা একাডেমীতে যুবলীগ আয়োজিত রাষ্ট্রনায়ক শেখ হাসিনার গণতন্ত্রের জন্য সংগ্রাম বইয়ের সংবাদচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আমির হোসেন আমু আরো বলেন, ‘আজকাল অনেক ভালো পরিবারের ছেলেমেয়ে তো ইয়াবা খায়। তাই বলে কি ওই পরিবারের সবাই ইয়াবা খায়? তেমনি দলে অনেক নেতা-কর্মী থাকে। তাদের মধ্যে কেউ কেউ হয়তো নিজেদের স্বার্থে সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে। এর জন্য দলকে দায়ী করা যাবে না। এগুলো বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন ঘটনা।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন রাজনৈতিক দিক তুলে ধরে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিরা জানত, তার রক্ত একদিন কথা বলবে। তাই তারা শেখ রাসেলকে পর্যন্ত হত্যা করেছে।’ যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান হিরণ, শহীদ সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top