সকল মেনু

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

indexনিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৯ আগস্ট : স্ত্রী হত্যার দায়ে গাজীপুরে জাহাঙ্গীর আলম (৩৭) নামে একব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে ৫০হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- মো. জাহাঙ্গীর আলম (৩৭)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের পূর্ব বাহাদুরপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট এ বিএম আফফান জানান, জাহাঙ্গীর আলমের সঙ্গে গাজীপুরের কাইঞ্জানুল গ্রামের হাছেন আলীর মেয়ে আয়েশা আক্তার লিজার (২৮) বিয়ে হয়। ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে ২০১০ সালের ১৫ আগস্ট লিজাকে তার স্বামীর বাড়ির লোকজন মারধর করে। পরে তাকে আহত অবস্থায় গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। তিনি জানান, এ ঘটনায় নিহতের ভাই মামুন খান বাদী হয়ে জাহাঙ্গীর, তার মা জাহানারা বেগম ও ভাই জাহিদ হাসানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ওই ৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়। ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে বুধবার দুপুরে বিচারক এ আদেশ দেন। আর জাহানারা ও ভাই জাহিদ হাসানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেন বলে জানান অ্যাডভোকেট আফফান। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট
ফজজুল হক।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top