সকল মেনু

পাবনায় মিনি ট্রাক অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

accident-news-12-06-14.নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৯ আগস্ট : পাবনায় মিনি ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে আবুল কালাম (৪২) নামে অটোরিকশা চালক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে- আব্দুস সালাম, শামীম ও রেজাউলের নাম জানা গেছে। তারা পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত আবুল কালাম সদর উপজেলার মহেন্দ্রপুর গ্রামের তজিম উদ্দিনের ছেলে। পাবনা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলেয়া খাতুন জানান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে একটি মিনি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশার চালক আবুল কালাম, আব্দুস সালাম, শামীম ও রেজাউলসহ ৫ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অটোরিকশার চালক আবুল কালাম মারা যান বলে জানান এসআই।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top