সকল মেনু

নীলফামারীতে কাঁচামরিচের কেজি দ্বিগুন

unnamed মো. আমিরুজ্জামান, নীলফামারী  ১৯ আগষ্ট: ঈদুর ফিতরের পর থেকেই কাঁচা মরিচের কেজি কখনও ৪০ টাকা বা ৫০ টাকায় বিক্রি হয়ে আসছিল। কিন্ত গতকাল মঙ্গলবার সকাল থেকে নীলফামারীর বিভিন্ন উপজেলার প্রতিটি হাট বাজারে খুচরা এবং পাইকারী বাজারে হঠাৎ করেই বেড়ে দ্বিগুণ হয়েছে কাঁচামরিচের দাম। একদিনে ব্যবধানে কেজিতে ৬০ টাকা বেড়েছে পাইকারী ও খুচরা বাজারে। যা  ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
নীলফামারীর বড় বাজারে ক্রেতা তৈয়ব আলী  জানান, ঈদুর ফিতরের পর থেকেই কাঁচা মরিচের কেজি ৪০ অথবা ৫০ টাকা কেজি দরে কিনছিলাম। কিন্ত বাজারে এসে দেখি কাঁচা মরিচের কেজি ১২০ টাকা। দাম শুনে মাথায় হাত পড়েছে তার। দাম বেশী  প্রয়োজনের তাগিদে ওই বেশী দামে কিনতে হচ্ছে। মরিচ  চাষী জসিম উদ্দিন বলেন, গত তিন দিন ধরে অতি বৃষ্টির কারণে অনেকের মরিচসহ সবজি ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে  মরিচের দাম বেড়েছে। তারা পাইকারী আড়ৎদারদের কাছে কাঁচামরিচ ৮০ টাকা কেজি দরে বিক্রি করছে। যা খুচরা বাজারে আরো বেশী। এদিকে যে শসা প্রতি কেজি ৮ টাকা দরে বিক্রি হতো সেই শসা ৪০ টাকা কেজিতে উঠেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top