সকল মেনু

ছোট্ট পায়েই এভারেস্টে, নয়া রেকর্ড ভারতীয় ভাই-বোনের

1439725446আন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ১৬ আগস্ট : একজনের বয়স পাঁচ বছর, অন্যজনের আট। একজন পড়ে ক্লাস ওয়ানে, অন্যজন ফোরের ছাত্রী। এদের নাম যথাক্রমে কন্দর্প ও ঋত্বিকা শর্মা। সম্পর্কে এরা ভাই-বোন। গোয়ালিয়রের এই দুই শিশুই মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে উঠে নয়া নজির গড়ে ফেলেছে। হ্যাঁ, সত্যি সত্যিই বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের বেস ক্যাম্পে পৌঁছে নিজেদের নতুন এক উচ্চতায় তুলে নিয়ে গেছে এই দুই ভাইবোন। গত সপ্তাহে তারা উত্তর-পূর্ব নেপাল দিয়ে মাউন্ট এভারেস্টের ৫ হাজার ৩৮০ মিটার উচ্চতার বেস ক্যাম্পে পৌঁছায়। অরুণ ট্রেকস অ্যান্ড এক্সপেডিশনের থুপদেন শেরপা এই দুই ক্ষুদে পর্বতারোহীর সাফল্যের খবর মিডিয়াকে জানিয়েছেন। কন্দর্প ও ঋত্বিকার বাবা ভূপেন্দ্র শর্মা জানান, ভাই ও বোন দু’জনে ব্যক্তিগতভাবেও রেকর্ড গড়েছে। এত ছোট বয়সে কেউই এভারেস্টের বেজ ক্যাম্পে ওঠেনি। এর আগেও অনেক ভাই-বোন এভারেস্টে উঠেছে তবে। এরা দু’জন রেকর্ড গড়েছে সবচেয়ে কমবয়সী ভাই-বোন হিসেবেও। দুই সন্তানের সঙ্গে অভিযানে শামিল হয়েছিলেন স্বামী-স্ত্রী ভূপেন্দ্র ও মমতাও। শেরপা জানান, দুই সন্তানকে নিয়ে কালাপাথরের চূড়া পর্যন্ত ওঠেন মমতা দেবী। ভূপেন্দ্র জানিয়েছেন, তার দুই সন্তান মধ্যপ্রদেশের গে্ায়ালিয়রের লিটল অ্যাঞ্জেলস হাইস্কুলে পড়ে। এর আগে গতবছরই আর এক ভারতীয় শিশু হরষিত এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে রেকর্ড গড়েছিল। তার বয়স ছিল ৫ বছর ১১ মাস। আর কন্দর্প ৫ বছর ১০ মাসে বেস ক্যাম্পে পৌঁছে হরষিতের রেকর্ড ভেঙে ফেলল। থুপদেন শেরপা জানান, এ ধরনের অভিযানের উদ্দেশ্য একটাই, ভূকম্পনে এভারেস্টে ওঠার পথ যে নষ্ট হয়নি, বিশ্বের পর্বতারোহীদের কাছে এই বার্তা পৌঁছে দেয়া।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top