সকল মেনু

১৪-১৫ আগস্ট বিনামূল্যে চিকিৎসা দেবে বিএসএমএমইউ

1439454310নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৩ আগস্ট : জাতীয় শোক দিবস উপলক্ষে ১৪ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ও ১৫ আগস্ট হাসপাতালের ২৮টি বিভাগে বিনামূল্যে চিকিৎসা দেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। বিএসএমএমইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বলা হয়, ‘রোগীর সেবায় হই আরো যত্নবান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ও চিকিৎসা সেবার মান আরো বাড়াতে গৃহীত ৪০ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বিএসএমএমইউ। কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় থানা স্বাস্থ্য কমপেক্সে ১৪ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ২১ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম এই কর্মসূচির উদ্বোধন করবেন। এছাড়া, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিএসএমএমইউ ২৮টি বিভাগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান সকাল নয়টায় বহির্বিভাগে এই চিকিৎসা সেবা কর্মসূচির উদ্বোধন করবেন। ৯৯টি কক্ষে ২১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করবেন। যে সকল বিভাগে এ চিকিৎসা সেবা প্রদান করা হবে সেগুলো হলো— ইন্টারনাল মেডিসিন, কার্ডিওলজি, ফিজিক্যাল মেডিসিন, বক্ষব্যাধি উইং, শিশু, শিশু কিডনী, শিশু গ্যাস্ট্রো, শিশু হেমাটো-অনকোলজি, নিউরোলজি, কিডনী, হেমাটোলজি, লিভার, গ্যাস্ট্রোএন্টারোলজি, রিউমাটোলজি, নবজাতক, চর্ম ও যৌনব্যাধি, ক্যান্সার, এন্ডোক্রাইনোলজি (ডায়াবেটিস ও হরমোন), মনোরোগ বিদ্যা, সার্জারি, নাক, কান ও গলা, গাইনী, চক্ষু, অর্থোপেডিক সার্জারি, ইউরোলজি, নিউরো সার্জারি, কার্ডিয়াক সার্জারি, ভাসকুলার সার্জারি, শিশু সার্জারি এবং পেইন এন্ড পেলিয়েটিভ কেয়ার মেডিসিন।-বাসস।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top