সকল মেনু

পাসে এগিয়ে মেয়েরা, ছেলেরা জিপিএ-৫ এ

1439147381

নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১০ আগস্ট : এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারের দিক দিয়ে মেয়েরা এগিয়ে। তবে জিপিএ-৫ এর দিক দিয়ে ছেলেরা এগিয়ে। মোট ১০ লাখ ৬১ হাজার ৬১৪ জন পরীক্ষার্থীর মধ্যে এবার উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ৩৮ হাজার ৮৭২ জন। এর মধ্যে মেয়েদের পাসের হার ৭০ দশমিক ২৩ শতাংশ। আর ছেলেদের পাসের হার ৬৯ দশমিক ০৪ শতাংশ। অন্যদিকে এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ৪২ হাজার ৮৯৪ জন। এর মধ্যে ছাত্র ২৩ হাজার ২৯৩ জন, আর ছাত্রী ১৯ হাজার ৬০১ জন। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১০ লাখ ৬১ হাজার ৬১৪ জন শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল পাসের হারের দিক দিয়ে ছাত্রীদের এগিয়ে যাওয়ার বিষয়টিকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন। উল্লেখ্য, গতবছর মেয়েদের মধ্যে ৭৮ দশমিক ৮৬ শতাংশ পাস করে। আর ছেলেদের পাসের হার ছিল ৭৭ দশমিক ৮৬ শতাংশ। অন্যদিকে ছেলেদের মধ্যে জিপিএ-৫ পায় ৩৮ হাজার ৭৮৭ জন। আর মেয়েদের মধ্যে পায় ৩১ হাজার ৮১৫ জন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top