সকল মেনু

রাজধানীতে আবারও ব্লগার খুন

Niloy1438942604নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে আবারও এক ব্লগার খুন হয়েছেন। তিনি ব্লগে নিলয় নীল নামে লিখতেন।

খিলগাঁও থানাধীন উত্তর গোড়ান এলাকার নিজ বাসায় শুক্রবার দুপুরে দুর্বৃত্তদের হাতে খুন হন তিনি। নিলয় গোড়ান ৮ নম্বর রোডের পানির পাম্পের গলির একটি বাসার পঞ্চম তলায় স্ত্রী এবং বোনকে নিয়ে থাকতেন।

খিলগাঁও থানার ডিউটি অফিসার এসআই জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জুমার নামাজের পর বাসা দেখার নাম করে কয়েকজন যুবক তার বাসায় ঢুকে স্ত্রী ও বোনকে জিম্মি করে নিলয়কে ধারালো অস্ত্র দিয়ে খুন করে।

নিলয় একটি এনজিওতে চাকরি করতেন। পাশাপাশি তিনি ব্লগে ও ফেসবুকে লেখালেখি করতেন। বাংলাদেশ বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলেরও সদস্য ছিলেন নিলয়।

গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, নিলয় গণজাগরণ মঞ্চের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি ব্লগে বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করতেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মুস্তাফিজ ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিলয়ের লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

গত ফেব্রুয়ারিতে ঢাকায় ব্লগার ও বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়কে হত্যা করে দুর্বৃত্তরা। এর পরের মাসে ঢাকায় ব্লগার ওয়াশিকুর রহমান ও মে মাসে সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশকে এক কায়দায় কুপিয়ে হত্যা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top