সকল মেনু

সৈয়দপুরে ৩ দিনের ফলদ বৃক্ষমেলা

mail.google.comমো. আমিরুজ্জামান, নীলফামারী  ০৫ আগষ্ট: ‘দিন বদলের বাংলাদেশ, ফলবৃক্ষে ভরবো দেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে মঙ্গলবার বিকেলে (৪ আগস্ট) ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা ভাইস চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দি বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী, নার্সারী মালিক মোখলেছুর রহমান, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম, ওমর ফারুক, কৃষক আব্দুল¬াহ আল-মামুন, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম লাকী প্রমুখ। উপজেলা কৃষি অফিসার ষ্কৃষিবিদ হোমায়রা মন্ডল অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সৈয়দপুরের আয়োজনে এই ফলদ বৃক্ষ মেলায় মোট ১৪টি স্টল স্থান পেয়েছে। আলোচনা শেষে দারুলউলুম মাদ্রাসা ও রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধানের হাতে চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা বাসুদেব দাস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top