সকল মেনু

টেকনাফের মানব ও মুদ্রাপাচারকারী গ্রেফতার

Madok-e1408200446485

নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ০৫ আগস্ট : কক্সবাজারের টেকনাফে তালিকাভুক্ত এক ‘মানব পাচারকারী ও মুদ্রাপাচারকারী’ হামিদ হোসেনকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে টেকনাফের সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় বলে জানান টেকনাফ থানা পুলিশের ওসি আতাউর রহমান খোন্দকার। গ্রেফতার হামিদ হোসেন  টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার আমির হোসেনের ছেলে। টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর জানান, তালিকাভুক্ত শীর্ষ মানব পাচারকারীদের একজন গ্রেফতার হামিদ হোসেন। তার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে টেকনাফ থানায় একটি মামলা রয়েছে। তা ছাড়া মুদ্রাপাচারের (মানি লন্ডারিং) সঙ্গেও তিনি জড়িত। মানব পাচার কেন্দ্রীক মুদ্রা পাচারকারী হিসেবে তিনি চিহ্নিত। ওসি জানান, পুলিশ তাকে কৌশলে আটক করতে সক্ষম হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top