সকল মেনু

রেলপথমন্ত্রীর সুস্থ্যতা কামনায় চৌদ্দগ্রামে দোয়া মাহফিল

mail.google.comএস এন ইউসুফ,কুমিল্লা: রেলমন্ত্রী মুজিবুল হকের রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা করে চৌদ্দগ্রাম প্রেসক্লাবের উদ্যেগে ৩১ জুলাই শুক্রবার বাদ আসর চৌদ্দগ্রাম উপজেলা সাব-রেজেস্ট্রী জামে মসজিদে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।  এতে দোয়া মুনাজাত পরিচালনা করেন চৌদ্দগ্রাম নজমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলান আবুল কাশেম সামছুদ্দীন। এসময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দীন আহমেদ চৌধুরী সেলিম, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়ার মিজানুর রহমান, জেলা কৃষকলীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা আওয়ামীলীগ নেতা জি এম মীর হোসেন মীরু,  উপজেলা যুবলীগ নেতা মাহবুবুল হক মোল্লা বাবলু, আওয়ামীলীগ নেতা ইদ্রীস মিয়াজী, পৌরকাউন্সিলর কাজী বাবুল, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মিয়াজী, সাধারণ সম্পাদক আব্দুল জলিল রিপন, সমকাল ও কুমিল্লার কাগজের চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মজিবুর রহমান বাবলু, প্রথম আলো ও দৈনিক রূপসী বাংলার স্টাফ রিপোর্টার আব্দুল কুদ্দুস, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক দৈনিক আলোকিত বাংলাদেশ এর চৌদ্দগ্রাম প্রতিনিধি ও স্টারলাইন প্রতিনিধি আবু বক্কর সুজন, সাংগঠনিক সম্পাদক দৈনিক ইনকিলাব চৌদ্দগ্রাম প্রতিনিধি আক্তারুজ্জামান, রেলপথ মন্ত্রীর ব্যক্তিগত মিডিয়া সহকারী ও দৈনিক ময়নামতির বার্তা সম্পাদক এস এন ইউসুফ, মোহনা টিভি চৌদ্দগ্রাম প্রতিনিধি আবুল বাশার রানা, মাইটিভি প্রতিনিধি জসিম উদ্দীন, বিজয় টিভি প্রতিনিধি মনির উদ্দীন ভূঁঞা, দিনকাল চৌদ্দগ্রাম প্রতিনিধি আব্দুল মান্নান, দৈনিক কুমিল্লার আলো চৌদ্দগ্রাম প্রতিনিধি ও কুমিল্লার বার্তা প্রতিনিধি এম এ আলম, দৈনিক পূর্বাশা‘র চৌদ্দগ্রাম প্রতিনিধি বেলাল হোসাইন, ফুল কলি পত্রিকার সম্পাদক মাস্টার ইউসুফ, একাত্তর সংবাদ ডটকম এর কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি ফয়সাল খন্দকার, সকালের খবর চৌদ্দগ্রাম প্রতিনিধি মোখলেছুর রহমান প্রমূখ। এছাড়াও মিলাদ মাহফিলে সামাজিক, সাংস্কৃতিক, চিকিৎসক, কাউন্সিলর, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রেলপথমন্ত্রী মোঃ মুজিবুল হক এম.পি বর্তমানে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা শেষে একটি হোটেলে অবস্থান করছেন। তিনি কুমিল্লার সর্বস্তরের জনসাধারণ সহ দেশবাসীর দোয়া কামনা করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top