সকল মেনু

ঢাকা টেস্ট, লক্ষ্য এবার শুধুই জয়

bd-india-24-06-15

ক্রীড়া ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ৩০ জুলাই : দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়রা তখন সবে অনুশীলনে নামছেন। মরনে মরকেল ও ডু প্লেসিস কী নিয়ে যেন রসিকতা করছেন। সবটা দূর থেকে বোঝা গেলো না। শুধু বোঝা গেলো, মরকেল বলছেন, ‘যে রোদ, তাতে আর বৃষ্টির ভয় নেই।’ হ্যাঁ, দু’দলকেই সেই চট্টগ্রাম টেস্ট থেকে ভয়ে ফেলে দিয়েছিলো বৃষ্টি। দারুণ রোমাঞ্চকরভাবে এগোতে থাকা বাংলাদেশের স্বপ্নটা একরকম ছিনতাই করে নিয়েছে সেই অবিরাম বৃষ্টি। যদিও আবহাওয়ার পূর্বাভাষ এখনও বলছে, ঢাকা টেস্টেও ঘোরতর বৃষ্টি এসে হানা দিতে পারে। তবে আপাতত রোদ ঝলমল করে উঠে দু’দলকেই আশার বাণী শোনাচ্ছে। এই আশা নিয়েই আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লম্বা সফরের শেষ ম্যাচ, নিজেদের দীর্ঘ মৌসুমের শেষ ম্যাচ, তথা দুই টেস্ট সিরিজের শেষ ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ। এবারের আশা তাদের পরিষ্কার—ভালো খেলার গণ্ডি পার হয়ে জয় চাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এই চাওয়া নিয়ে আজ সকাল ৯টা থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে দু’দলের লড়াই। এই সিরিজের আগ পর্যন্ত ক্রিকেটেই দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের ব্যবধান ছিলো আকাশ ও পাতাল। ওয়ানডেতে সে ব্যবধান দৃশ্যত ঘুচিয়ে ফেলেছে বাংলাদেশ। টেস্টেও বিশ্বের একনম্বর দলটিতে চট্টগ্রামে কোণঠাসা করে রেখেছিলো স্বাগতিকরা। সবমিলিয়ে টেস্টে এখন এই বিশ্বসেরা দলটির বিপক্ষে জয়ের স্বপ্ন দেখা খুব অমূলক কিছু নয়। বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম অন্তত এই স্বপ্ন বাস্তব বলেই মনে করছেন। তবে জয়ের চেয়েও শুরুতে অন্তত পাঁচদিন ধরে ভালো খেলাটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন, ‘লক্ষ্য তো অবশ্যই জয়। তবে বিষয়টা এমন নয় যে, আমরা প্রথম দিনেই ম্যাচ জিতে যাবো। এটা পাঁচদিনের খেলা। পুরো পাঁচদিনই আমাদের ধারাবাহিকতা ধরে রেখে খেলতে হবে। এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ও সুযোগও। আমরা যেহেতু একনম্বর দলের বিপক্ষে খেলছি, সুযোগটা আসলে সেখানেই। তাদের বিপক্ষে জেতাটা অনেক বড় হবে।’ দক্ষিণ আফ্রিকার মতো মহাশক্তিধর দলের বিপক্ষে বাংলাদেশ সম্ভবত আজ মিরপুরে চিরায়ত স্পিন ট্র্যাকে খেলতে নামার পরিকল্পনা করছে। তেমনই খোঁজখবর পাওয়া গেলো দলীয় সূত্রে। সে অনুযায়ী দলে একটা পরিবর্তনও আসতে পারে। গতকাল এটুকু গুঞ্জন শোনা গেলো, আজ ১১ মাস পর আবার টেস্ট খেলতে নামতে পারেন নাসির হোসেন। চট্টগ্রামে প্রথম টেস্টে খুব ভালো পারফরম্যান্সের কারণে একাদশে পরিবর্তনের সম্ভাবনা ছিলো খুবই দুর্বল। তবে উইকেট বিবেচনায় ব্যাটিং গভীরতা একটু বাড়ানো ও অফস্পিন শক্তি জোরদার করার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানালো দলের একটি সূত্র।  নাসির দলে ঢুকলে জায়গা ছেড়ে দিতে হতে পারে তাইজুল ইসলাম বা জুবায়ের হোসেনকে। এখন জুবায়ের সর্বশেষ টেস্টেও ভালো করেছেন। আর ঢাকার উইকেটে তার টার্ন ও গুগলি বেশি কাজে লাগার কথা। সে বিবেচনায় একজন বাঁহাতি স্পিনার হিসেবে কপাল পুড়তে পারে তাইজুলের। কারণ, স্কোয়াডে বিশ্বের সেরা বাঁহাতি স্পিনার সাকিব আল হাসানই আছেন। নাসির সুযোগ পেলে এটা তার টেস্টে প্রত্যাবর্তন হবে। প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা দারুণ ইনফর্ম সৌম্য সরকারের জন্য অবশ্য কোনো সুখবর আছে বলে মনে হয় না। দলে ব্যাটসম্যানদের কাউকে বসিয়ে তাকে যোগ করার খুব একটা সম্ভাবনা নেই।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top