সকল মেনু

রেল-সংযোগের আওতায় আসছে মেহেরপুর

trin_430526875-300x176.thumbnail_28252

নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৯ জুলাই :  মেহেরপুর জেলাকে রেল-সংযোগের আওতায় আনা হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে এ প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে। বুধবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন রেলপথ মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব আশরাফ শামীম। এছাড়া স্থানীয় পৌরসভার সহযোগিতায় নরসিংদী শহরের রেলওয়ে লেভেল ক্রসিং নির্মাণের বিষয়টি মন্ত্রণালয়ের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। এদিকে বগুড়া ও পঞ্চগড় জেলার নতুন রেলপথ নির্মাণের প্রস্তাবসহ পুরাতন রেলস্টেশন চালু এবং সম্প্রসারণের ৪টি প্রস্তাব দিয়েছিলেন সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা (ডিসি)। মঙ্গলবার থেকে শুরু হাওয়া তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনে এসব প্রস্তাব আসে বগুড়া ও পঞ্চগড়, ফেনী ও  ফরিদপুর জেলা প্রশাসকের কাছ থেকে। আর রেল দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপুর্ণ ও ঝুঁকিপুর্ণ লেভেলক্রসিংয়ে গেইট-বেরিয়ার স্থাপনের প্রস্তাব দেন জামালপুরের জেলা প্রশাসক। রেল মন্ত্রণালয় সম্পর্কিত কার্য-অধিবেশনে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top