সকল মেনু

বগুড়ায় ২ যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩৫

Accident

নিজস্ব প্রতিবেদক-বগুড়া, হটনিউজ২৪বিডি.কম ২৮ জুলাই : বগুড়া জেলার শেরপুরে ২ টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ বাসের প্রায় ৩৫জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে উপজেলার ছোনকার বিরইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রাত ২টায় এ সংবাদ লেখা পর্যন্ত আহতদের মধ্যে ১০জনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ২ বাসের চালকও রয়েছেন। শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর স্টেশন অফিসার মো. সোহেল রানা ঘটনাস্থল থেকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী জবা পরিবহনের (যশোর ব-১১-০০২৩) একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী নীল আকাশ (চট্টমেট্রো ব-১১-০১০৫) নামে আরেকটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দু’টি মহাসড়কের ওপর ছিটকে পড়ায় প্রায় ৩৫ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ১০জনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে। এরা সবাই নওগাঁ জেলার বাসিন্দা বলে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়। এসময় দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top