সকল মেনু

নীলফামারীতে বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষমেলা উদ্বোধন

mail.google.comমো. আমিরুজ্জামান, নীলফামারী  ২৩ জুলাই:  জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নীলফামারী এর আয়োজনে বুধবার (২২ জুলাই) ১০ দিন ব্যপি বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষমেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেন। জেলা প্রশাসকের চত্তরে র‌্যলি শেষে মেলার শুভ উদ্বোধন হয়। অন্যন্য অতিডথি হিসাবে উপস্থ’ত ছিলেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক,গুল্লাহ সিংহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মো: ইদ্রিস, ড. প্রান্তোষ চন্দ্র রায়, সহকারী বন সংরক্ষক, নীলফামারী, উপজেলা নির্বাহী অফিসার মো: ছাবেত আলী, প্রমূখ। মেলায় সরকারি ও বেসরকারীসহ মোট ২৫ টি নার্সারী অংশগ্রহণ করেছে। এবারের প্রতিপাদ্য বিষয় “পাহাড়, সমতল, উপকূলে গাছ লাগাই সবাই মিলে” -“দিন বদলের বাংলাদেশ ফল বৃক্ষে ভরবো দেশ”

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top