সকল মেনু

যৌন হয়রানির দায়ে ঢাবির কর্মকর্তা চাকরিচ্যুত

DU (18)20150531194930

নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৪ জুলাই : যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক কর্মকর্তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। আরো ২ জনকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। একাডেমিক সুযোগ-সুবিধা দেয়ার কথা বলে মার্কেটিং বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানি করায় ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অফিসের সেকশন অফিসার জাকায়িরা কবিরকে চাকরিচ্যুত করা হয়। অন্যদিকে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিউটিটের সিনিয়র টেকনিশিয়ান আবদুল বাতেন এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের গবেষণাগার সহকারী গাজী মোহাম্মদ বাবুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হবে বলেও সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top