সকল মেনু

“আমার মা”

index     সাব্বির আহমেদ মিজান :

আমার মায়ের মধুর হাসি বড়ই আমি ভালোবাসি

কভূ মায়ের চোখের জল দেখতে নাহি চাই।

আমার মায়ের মধুর হাসি বড়ই আমি ভালোবাসি

কভূ মায়ের হাসি মাখা মুখ কালো নাহি চাই।

আমার মায়ের মধুর কথা আমার কাছে লাগে সুধা

কভূ মায়ের কঠুর কথা আমি শুনতে নাহি চাই।

আমার মায়ের মধুর শাসন আমার কাছে সেরা ভাষণ

কভূ মায়ের শাসন আমি হারাতে নাহি চাই।

আমার মায়ের মধুর হাসি বড়ই আমি ভালোবাসি

কভূ মায়ের হাসি মাখা মুখ হারাতে নাহি চাই।

আমার মায়ের মধুর ভালোবাসা আমি পেতে চাই সহসা

প্রভূর কাছে মায়ের আগে আমার মরণ চাই।

সদস্য,  লেখক ও পাঠক ফোরাম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top