সকল মেনু

শেরপুরে প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপের উপর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

শেরপুর থেকে শাহরিয়ার আহম্মেদ শাকির: সমাজে প্রতিবন্ধিতা সনাক্ত করনের লক্ষ্যে প্রতিবন্ধি সনাক্তকরণ জরিপ করার উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিবন্ধি সনাক্ত করার লক্ষে এক ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজ দুপুরে শেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইরিয়াছ উদ্দিন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মুিিক্তযোদ্ধ আনোয়ার হোসেন আনু ও শামীম আরা বেগম, উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। উপজেলা সমাজ সেবা বিভাগের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার আইরীন ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রাম-এ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক, এনজিও কর্মী ও সরকারী কর্মকর্তা গণ অংশ গ্রহণ করেন।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top