সকল মেনু

আফ্রিকান ড্রোন মিরপুরের আকাশে!

dron1435764698  ক্রীড়া ডেস্ক : মিরপুরের আকাশে ‘ড্রোন’। ভয় পাওয়ার কিছু নেই। এই ড্রোন সেই ড্রোন নয়। এটা ড্রোন ক্যামেরা। যেটা নিয়ে এসেছে দক্ষিণ আফ্রিকা। আর সেটা দিয়ে বুধবার দক্ষিণ আফ্রিকা দলের অনুশীলন ভিডিও করেছে টেকনিক্যাল বিশেষজ্ঞ প্রসন্ন এগ্রাম। এই ভিডিও নিয়ে হোটেলে গিয়ে তারা আবার সেটা বিশ্লেষণ করবে। কোন খেলোয়াড় কেমন অনুশীলন করল। কার কোথায় দুর্বলতা রয়েছে সেগুলো খুঁজে বের করবে।

বুধবার মিরপুর স্টেডিয়াম সংলগ্ন একাডেমি মাঠে হালকা অনুশীলন করে দক্ষিণ আফ্রিকা দল। তারা ফুটবল খেলে ওয়ার্মআপ করে। এরপর সামান্য ফিল্ডিং ও ব্যাটিং অনুশীলন করে চলে যায়। বৃহস্পতিবার তারা পূর্ণাঙ্গ অনুশীলন করবে।

বুধবার দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা যখন অনুশীলন করছিল তখন তাদের মাথার উপর দিয়ে উড়ছিল ড্রোন ক্যামেরা। আর রিমোট টিপে সেটা নিয়ন্ত্রণ করছিলেন প্রসন্ন এগ্রাম। রোববার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তার আগে শুক্রবার তারা একটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top