সকল মেনু

রাজধানীর হাতিরঝিলে বন্দুকযুদ্ধে ছিনতাইকারী নিহত

1435032967

নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ০১ জুলাই : রাজধানীর হাতিরঝিল সিদ্দিক মাস্টারের ঢালে বন্দুকযুদ্ধে ছিনতাইকারী নিহত হয়েছে। তার নাম ইউসুফ আলী হাওলাদার (৩৫)। পুলিশ জানায় সে একজন ছিনতাইকারী। কিন্তু নিহতের পরিবারের অভিযোগ, পুলিশ তাকে ধরে নিয়ে কোন কারণ ছাড়াই গুলি করে হত্যা করেছে। তবে পুলিশের জানান, মঙ্গলবার ভোরে ছিনতাইকাজে বাধা দেয়ার সময় সংঘটিত ‘বন্দুকযুদ্ধে’ ইউসুফ আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) সোমবার বিকালে মারা যান। পরে ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের স্ত্রী রোকসানা আক্তার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তার স্বামী পরিবারের অন্য সদস্যদের নিয়ে আগারগাঁওয়ের ৩৭০ নম্বর বাসায় ভাড়া থাকেন। তিনি প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। রোববার রাত ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ৬০ ফিট রাস্তা থেকে কোনো কারণ ছাড়াই তার স্বামীকে ধরে নিয়ে যায়। সোমবার বিকাল ৩টার দিকে অজ্ঞাত পরিচয়ের একজন মোবাইল ফোনে জানান, তার স্বামী থানায় আটক আছেন। থানায় গিয়ে দেখেন তার স্বামী সুস্থ অবস্থায় হাজতে আটক। ঐ সময় স্বামী তাকে জানান, জোর করে তাকে ধরে আনা হয়েছে। পুলিশ তাকে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করতে বলছে। থানা থেকে ছাড়িয়ে নিতে হলে ১০ হাজার টাকা পুলিশকে দিতে হবে। পরে তিনি থানা থেকে বাসায় চলে আসেন। রোকসানা আক্তার বলেন, মঙ্গলবার ভোরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের এক স্টাফ মোবাইল ফোনে তাকে জানান, তার স্বামী গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। সকালে হাসপাতালে গিয়ে তিনি দেখেন স্বামীর ডান পায়ে দুটি গুলি লেগেছে। তাকে পুলিশ পাহারায় রাখা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। এসব অভিযোগ প্রসঙ্গে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) সেলিম মিয়া জানান, মঙ্গলবার ভোরে হাতিরঝিল সিদ্দিক মাস্টারের ঢালে প্রাইভেটকারে চার ছিনতাইকারী ছিনতাই করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে একজন গুলিবিদ্ধ হয়। চিকিৎসাধীন অবস্থায় ঐ ছিনতাইকারী জাতীয় অর্থোপেডিক হাসপাতালে বিকালে মারা যায়।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top