সকল মেনু

বাজারে বেক্সিমকো ফার্মার হেপাটাইটিস সি ভাইরাসের ওষুধ

beximco1435577672অর্থনৈতিক প্রতিবেদক : হেপাটাইটিস সি রোগের ওষুধ বাজারে ছেড়েছে দেশের নেতৃত্বস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সোফোভির-সি ব্র্যান্ড নামে বাজারে ছাড়া হয়েছে ওষুধটি। এর জেনেরিক নাম সোফোসবুভির। এটাই এখন পর্যন্ত হেপাটাইটিস সি রোগের সবচেয়ে কার্যকর চিকিৎসা এবং এর সাফল্যের হার শতকরা ৯০ ভাগেরও বেশি।
সোমবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্যাবলেট আকারে এই ওষুধ পাওয়া যায় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়াও ইনজেকটেবল থেরাপির চেয়ে অনেক কম। এটা বিশ্বের অন্যতম দামি ওষুধগুলোর মধ্যে একটি। উন্নত বিশ্বে এর প্রতিটি ট্যাবলেটের দাম ৮০,০০০ টাকা।

নতুন এই ওষুধ সম্পর্কে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান এমপি বলেন, ‘বেক্সিমকো ফার্মা সব সময়ই রোগীদের জন্য সুলভমূল্যে নতুন নতুন থেরাপি আনতে বদ্ধপরিকর। আমরা অত্যন্ত গর্ব এবং আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, পৃথিবীর সর্বনিন্ম দামে হেপাটাইটিস সি রোগের এই ওষুধ বাজারে ছাড়ছি। বাংলাদেশে প্রতিটি ট্যাবলেটের দাম ধার্য করা হয়েছে মাত্র ৬০০ টাকা। অর্থাৎ মাত্র ৫০,৪০০ টাকায় ১২ সপ্তাহের এই কোর্স পূর্ণ করা যাবে যেখানে উন্নত দেশগুলোতে পূর্ণ কোর্স সমাপ্ত করতে খরচ হয় ৬৭ লাখ টাকা।’

পৃথিবীর প্রায় ৩ শতাংশ (১৭-১৮.৫ কোটি) মানুষ হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত বলে অনুমান করা হয়। হেপাটাইটিস সি রোগের চিকিৎসা না করালে লিভার সিরোসিস, লিভার ফেইলিওর, লিভার ক্যান্সারে আক্রান্ত হবার সম্ভাবনা থাকে। বাংলাদেশেও হেপাটাইটিস সি একটি অন্যতম স্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত। আমাদের দেশে প্রায় ২০ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত।

বেক্সিমকো ফার্মা দেশের নেতৃস্থানীয় ওষুধ প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। সম্প্রতি প্রথম বাংলাদেশি কোম্পানি হিসেবে ইউএস এফডিএ’র (টঝ ঋউঅ) অনুমোদন লাভ করেছে বেক্সিমকো ফার্মা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top