সকল মেনু

ভারী বর্ষণে ভোলার নিম্নাঞ্চল প্লাবিত

Bhola-inundated

নিজস্ব প্রতিবেদক-ভোলা, হটনিউজ২৪বিডি.কম ২৬ জুন : ভোলায় গত ৪ দিন ধরে প্রবল বর্ষণ ও অতি জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। অতিবর্ষণে তলিয়ে গেছে ফসলের ক্ষেত, বসত ঘর, রাস্তা-ঘাটসহ বিভিন্ন স্থাপনা। বৃহস্পতিবার ভোর রাত থেকে ঝড়ো বাতাসে বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সমগ্র জেলায় বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, প্রবল বর্ষণ ও জোয়ারের পানিতে চরফ্যাশনের কুকরী-মুকরী, ঢালচর, চর পাতিলা, লালমোহনের পেয়ারী মোহন, লর্ড হার্ডিঞ্জ, কচুয়াখালীর চর, মনপুরা উপজেলার কলাতলীর চর, দাসেরহাট, চর নিজাম ও ঢালচর, দৌলতখান উপজেলার মেদুয়া, বৈকণ্ঠপুর, নেয়ামতপুর, হাজিপুর, মদরপুরা, ভোলার সদর উপজেলার রামদাসপুর, মাঝের চর প্লাবিত হয়েছে। এ ছাড়াও ভোলা শহরের পৌর এলাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েছে মানুষ। বৃষ্টির কারণে অনেকেই গৃহবন্দি হয়ে পড়েছে। ঢালচর ইউপি চেয়ারম্যান কালাম পাটোয়ারী জানান, টানা বর্ষণে ইউনিয়নের বেশির ভাগ এলাকা প্লাবিত হয়ে শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। কুকরী-মুকরী ইউপি সদস্য আব্দুস সালাম হাওলাদার বলেন, ‘রাত থেকে ভারী বর্ষণ শুরু হয়। এতে আমিনপুর, বাবুগঞ্জসহ বেশ কিছু নিচু এলাকা পানিতে তলিয়ে আসেছ। টানা বর্ষণের কারণে তলিয়ে গেছে ভোলা-লক্ষীপুর রুটের ফেরির গ্যাংওয়ে ও সংযোগ সড়ক। এতে ফেরিতে যানবাহন উঠা-নামায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে।’এদিকে সকাল থেকে সমগ্র জেলায় বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে রয়েছে সাধারণ মানুষ। এ ব্যাপারে ভোলা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির  নির্বাহী প্রকৌশলী মো. আলী জানান, ঝড়ো বাতাস ও ভারী বর্ষণে বিদ্যুতের লাইনের তার ছিড়ে গেছে। এ ছাড়া গ্যাস ভিত্তিক পাওয়ার প্লান্ট বন্ধ রয়েছে। ভোলা-বাউফল এর জাতীয় গ্রিডের লাইনের খুটিও ভেঙে গেছে। তাই গ্রিড থেকে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। বিকেল নাগাদ রেন্টাল প্লান্ট চালু হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে জানান তিনি। ভোলা রেন্টাল পাওয়ার প্লান্টের ব্যবস্থাপক মো. হাফিজ বলেন, ‘প্লান্ট ভাল আছে। কিন্তু বিদ্যুৎ বিতরণ বিভাগের লাইন ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় আমরা বিদ্যুৎ দিতে পারছি না।’
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top