সকল মেনু

লয়া জিরগায় বিস্ফোরণ-গুলি, নিহত ৬

Afgan1434960771আন্তর্জাতিক ডেস্ক :  আফগানিস্তানের পার্লামেন্ট লয়া জিরগায় অধিবেশন চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে সেখানে গুলি চালানোর শব্দ শোনা গেছে।

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণ ও গুলি চালানোর ঘটনায় তালেবানের পাঁচ হামলাকারী এবং একজন আত্মঘাতী নিহত হয়েছে।

তবে ঠিক অধিবেশন কক্ষেই বিস্ফোরণ ঘটানো হয়েছে কিনা, তা এখনো নিশ্চিত নয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আলজাজিরা অনলাইনের ব্রেকিং নিউজে জানানো হয়েছে, পার্লামেন্ট ভবনঘিরে ধোয়ার কুণ্ডলী সৃষ্টি হয়েছে।

বিবিসি জানিয়েছে, পার্লামেন্টের সামনে বিস্ফোরণ হয়েছে। এ ছাড়া এই হামলার দায় স্বীকার করেছে তালেবান।

বিস্ফোরণের পরপরই পার্লামেন্ট থেকে রাজনীতিকদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।

কাবুলে অবস্থানরত আলজাজিরার সাংবাদিক জেনিফার গ্লাসি জানিয়েছেন, পার্লামেন্টে চলমান অধিবেশন টেলিভিশনে দেখছিলেন তিনি। হঠাৎ বিস্ফোরণের দৃশ্য ভেসে আসে স্ক্রিনে। স্পিকারের আসনটি নড়ছিল এ সময়।

‘এখন পার্লামেন্টে কোনো লোক নেই। ধোয়ার কুণ্ডলীতে ভরে গেছে পার্লামেন্ট ভবন।’

স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে, পার্লামেন্ট ভবন ও এর আশপাশে অন্তত ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে গুলি ছোড়ার শব্দও শোনা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top