সকল মেনু

কুড়িগ্রামে নারী কৃষকদের সম্মাননা

 unnamedডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কৃষিক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কুড়িগ্রামের ৩ নারী কৃষককে সম্মাননা প্রদান করা হয়েছে। খাদ্য নিরাপত্তায় নারী কৃষকদের অধিকার সংরক্ষণে জাতীয় প্রচারাভিযানের অংশ হিসাবে স্থানীয় উন্নয়ন সংগঠন জীবিকা এই সম্মাননা প্রদান করে। রোববার হোটেল অর্নব প্যালেস হলরুমে নারী কৃষকদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন কুড়িগ্রাম-৪ আসনের এমপি মো: রুহুল আমিন। এ সময় জীবিকা পরিচালক মানিক চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আক্তার হোসেন আজাদ, প্রেসক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অমিতাভ চক্রবর্তী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, টেলিভিশন সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর, প্রকল্প কর্মকর্তা পাপন কুমার সরকার, কৃষক ফেডারেশন সভাপতি আব্দুল জব্বার, কৃষক নেতা চাষী নুরন্নবী সরকার প্রমূখ।  উদ্যোক্তরা জানান, উন্নত বীজ সংরক্ষনে বিশেষ ভূমিকা রাখার জন্য পাঁচগাছি ইউনিয়নের নওদাবস গ্রামের রাবেয়া বেগম,  ভার্মী কম্পোষ্ট সার উৎপাদনে ভুমিকা রাখার জন্য যাত্রাপুর ইউনিয়নের দোয়ালী পাড়া গ্রামের বিজলী বেগম এবং জৈব সার তৈরি করায় ঘোগাদহ ইউনিয়নের গোপালের খামার গ্রামের জোহরা বেগমকে কুড়িগ্রামের শ্রেষ্ট নারী কৃষক হিসাবে পুরস্কৃত করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top