সকল মেনু

বাংলাদেশের জয়ে বিস্মিত নন গাভাস্কার

Sunil1434711010ক্রীড়া ডেস্ক : গত বছরের জুনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল ভারত। সেবার অবশ্য অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে এসেছিল ভারতীয়রা। ওই দলে ছিলেন না মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ানের মতো তারকা খেলোয়াড়রা। তারপরও স্বাগতিকদের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল সফরকারীরা। বৃষ্টির কারণে একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।

এক বছর পর এই জুনেই আবার বাংলাদেশ সফরে এসেছে ভারত। পার্থক্য হলো, সেবার দ্বিতীয় সারির দল নিয়ে এলেও এবার পূর্ণশক্তির দল নিয়েই এসেছে ভারতীয়রা। আর তারকাখচিত পূর্ণশক্তির দল নিয়ে এসেও প্রথম ওয়ানডেতে বাংলাদেশে কাছে একরকম নাকানি-চুবানি খেয়েছে ভারত। ধোনি বাহিনীকে ৭৯ রানে উড়িয়ে দিয়েছে মাশরাফি বিন মর্তুজার দল।

বাংলাদেশের এমন জয়ে অনেক ভারতীয়ই বিস্মিত হয়েছেন। তবে বাংলাদেশের এমন জয়ে বিস্মিত নন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার। ভারতের এনডিটিভিকে গাভাস্কার বলেন, ‘গত কয়েক বছর ধরে বাংলাদেশ সীমিত ওভারের ক্রিকেটে বেশ উন্নতি করেছে। গত বিশ্বকাপে ওরা অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়েছে। প্রথম ওয়ানতে ওদের জয় আমাকে একটুও বিস্মিত করেনি।’

গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আম্পায়ারদের কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে ভারতের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ। গতকাল মিরপুরে বাংলাদেশের জয়কে তাই অনেকে বিশ্বকাপের প্রতিশোধ বলে মনে করছেন। তবে এমনটা মনে করছেন না গাভাস্কার, ‘হয়তো বাংলাদেশের সমর্থকরা এমনটা ভাবতে পারেন। তবে আমি মনে করি না বাংলাদেশের খেলোয়াড়রা এমনটা ভেবেছে।’

আম্পায়ারাদের বিতর্কিত সিদ্ধান্তের বিষয়ে গাভাস্কারের বক্তব্য, ‘আম্পায়ারদের সিদ্ধান্ত অনেক সময় ভুল হতে পারে। তবে এটাকে বড় করে দেখার কিছু নেই। এমনটা হতেই পারে। এটা ম্যাচ হারের কোনো অজুহাত হতে পারে না। কদিন আগে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ ছিল। সেখানে আম্পায়ারদের কিছু সিদ্ধান্ত তো বাংলাদেশের পক্ষেই গিয়েছিল।’

এদিকে বাংলাদেশের ক্রিকেটে উন্নতির জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিলএল) বড় ভূমিকা রাখছে বলে মনে করেন গাভাস্কার। ভারতের প্রাক্তন এই ব্যাটসম্যান বলেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগের কারণেই বাংলাদেশ ক্রিকেটে এমন উন্নতি করছে। কারণ এই টুর্নামেন্টে বাংলাদেশের খেলোয়াড়দের বিদেশি খেলোয়াড়দের সঙ্গে দেখা হচ্ছে। তাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করছে। অভিজ্ঞতা ভাগাভাগি করছে। যা বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top