সকল মেনু

২০১৮ সালের মধ্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বণ্টন : নসরুল হামিদ

নিজস্ব প্রতিবেদক,  হটনিউজ২৪বিডি.কম ১৫ জুন : ২০১৮ সালের মধ্যে আবাসিক ভবনে সাশ্রয়ী মূলে এলপিজি সাশ্রয়ী গ্যাস সিলিন্ডার বণ্টন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তিনি বলেন, ‘ভবিষ্যতে দেশে গ্যাসের সংকট দেখা দিতে পারে। তাই আপনারা আবাসিক ভবনে গ্যাস লাইনের সংযোগ না রেখে সাশ্রয়ী গ্যাস সিলিন্ডার এলপিজি গ্যাস সংযোগ রেখে ভবনের নকশা তৈরি করুন।’
রোববার সন্ধ্যায় রাজধানীর খামার বাড়ির কৃষিবিদ ইনিস্টিটিউটে রিহ্যাব সামার ফেয়ারের সমাপনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমার কাছে প্রতিনিয়ত অভিযোগ আসে আপনারা জমি নিয়ে সময় মতো গ্রাহকদের কাছে ফ্ল্যাট হস্তান্তর করেন না। এই বিষয়টা দেখা দরকার। উন্নত দেশে যদি মাত্র ১৯ দিনে বহুতল ভবন নির্মাণ করা সম্ভব হয় তাহলে আমাদের দেশে কেন আপনারা চার বছরেও ভবন নির্মাণ করতে পারছেন না? সময় মতো ফ্ল্যাট ডেলিভারি করে গ্রাহকদের আস্থা ফিরে আনতে হবে। এখন থেকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ২ বছরের মধ্যে ভবন নির্মাণ কাজ শেষ করতে হবে।’
নসরুল হামিদ বলেন, ‘আবাসিক ভবনগুলোতে বিদ্যুৎ-গ্যাস ও জ্বালানি প্রয়োজন। আমরা যেখানে বিদ্যুৎ নেই সেখানে বিদ্যুৎ দেবো। সেটা সোলারের মধ্যে হোক আর অন্য যে কোনো উপায়ে হোক। আপনারা সোলালারের দিকে আগ্রহী হোন।’
তিনি আরো বলেন, ‘ভবিষ্যতে দেশে গ্যাস সংকট দেখা দিতে পারে। উন্নত দেশে যেখানে গ্যাসের দাম ৭-৮ ডলার সেখানে আমাদের দেশে মাত্র ২ ডলার। এজন্য সবাইকে গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।’
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘দেশে কনস্ট্রাকশন ফি বেশি। আইন তৈরি করে এসবের সমস্যা সমাধান করতে হবে। পলিসি মেকিংয়ের সভাগুলোতে আপনাদের প্রেজেন্টেশন উপস্থাপন করে সবার আস্থা তৈরি করতে হবে। না হয় কিভাবে আপনারা সরকারের প্রণোদনা পাবেন?’
আবাসনখাতে শৃঙ্খলার অভার রয়েছে অভিযোগ করে নসরুল হামিদ বলেন, ‘নির্মাণ কাজে শৃঙ্খলা আনা দরকার। কোম্পানিগুলো রাস্তা-ঘাট দখল ও ওয়াসার পানি ব্যবহার করে ভবন নির্মাণ করে। এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়।’
প্রতিমন্ত্রী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউককে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘অনেকেই আবাসিক ভবনের অনুমতি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান করছে। এমন অভিযোগ আমাদের কাছে আসলে আমরা বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেবো। অবৈধ বিদ্যুতের সংযোগের কারণে বিদ্যুৎ বিভ্রাট ঘটছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় রাজউক চেয়ারম্যান জয়নাল আবেদিন ভূঁইয়া বলেন, ‘আমাদের ভূমিকম্প নিরোধ পরিবেশ বান্ধব গ্রীণ থিমে ভবন নির্মাণ করতে হবে। সম্প্রতি ভূমিকম্পের কারণে কিছু কিছু ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে। এটা যাতে আর না হয় সে জন্য ইমারত নির্মাণ আইনের প্রতিটি ধারা ও উপধারা মেনে নির্মাণ করতে হবে। তাহলে জনগণের ভীতি দূর হবে।’
রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন এতে সভাপতিত্ব করেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top