সকল মেনু

জাতীয় বাজেটে প্রতিবন্ধীদের জন্য বিশেষ বরাদ্দসহ তিন দফা দাবি

নড়াইল প্রতিনিধি : রোববার ( ২ জুন) বিকাল সাড়ে পাঁচটায় সংবাদ সম্মেলন এর মাধ্যমে জাতীয় বাজেটে প্রতিবন্ধীদের জন্য বিশেষ বরাদ্দসহ তিন দফা তুলে ধরেছে নড়াইল প্রতিবন্ধি নাগরিক পরিষদ । উত্থাপিত দাবিগুলো হচ্ছে, প্রতিবন্ধীদের স্বার্থরক্ষায় প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রণালয় গঠনসহ জাতীয় সংসদে ৩৫টি ও স্থানীয় সরকারের সকল স্তরে কমপক্ষে ২টি করে প্রতিবন্ধী প্রতিনিধির আসন সংরক্ষণ এবং প্রতিবন্ধী বিষয়ক জাতিসংঘ সনদের আলোকে অধিকারভিত্তিক ও বৈষম্যমুক্ত আইন প্রণয়ন। নড়াইল প্রেসক্লাব হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নড়াইল প্রতিবন্ধী নাগরিক পরিষদের যুগ্ম আহবায়ক নিলরতন বিশ্বাস। এসময় নড়াইল প্রতিবন্ধী নাগরিক পরিষদের আহ্বায়ক মাহাবুবুর রহমান, সাব্বির হোসেন, শাহিদুজ্জামান নান্নুর সহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top