সকল মেনু

নাকচ বাড়তি ২৫ হাজার হজযাত্রী নেয়ার প্রস্তাব

timthumb.php হটনিউজ ডেস্ক : বাংলাদেশের নির্ধারিত ১ লাখ ১ হাজার ৭৫৮ জনের অতিরিক্ত ২৫ হাজার হজযাত্রীর কোটা বৃদ্ধির সুপারিশ নাকচ করে দিয়েছে সৌদি আরব সরকার। আজ মঙ্গলবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তবু কোটা বৃদ্ধির চেষ্টা অব্যাহত রেখেছে এবং সৌদি সরকার কর্তৃক তা বর্ধিত হলে রেডিও, টিভি ও অন্যান্য গণমাধ্যমে সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে প্রচার করা হবে। এদিকে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একবার নাকচ হওয়ার পর সৌদি সরকার কর্তৃক কোটা বৃদ্ধির আশা সুদূর পরাহত। বিজ্ঞপ্তিতে নির্ধারিত কোটার মধ্যে যে সকল এজেন্ট যে পরিমাণ হজযাত্রী পাঠানোর জন্য বিবেচিত হয়েছেন তাদেরকে আগামী ১৮ জুনের মধ্যে সৌদি আরবে ব্যাংক হিসাব খোলা এবং টাকা জমাদান, বাড়ি ভাড়া চুক্তি সম্পাদন ও সৌদি মোয়াল্লেমদের সাথে চুক্তিসহ যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত তারিখের মধ্যে উল্লেখিত কাজসমূহ সম্পন্ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট হজ এজেন্টগণ তাদের হজযাত্রী প্রেরণে ব্যর্থ হবেন বলে প্রতীয়মান হয়। ওইরূপ অবহেলার জন্য সংশ্লিষ্ট হজ এজেন্টদের বিরুদ্ধে আইনগত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top