সকল মেনু

যশোরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে

unnamed যশোর প্রতিনিধি: শত কোটি জনের অপার স্বপ্ন, একটি বিশ্ব, করিনা নিঃস্ব এই শ্লোগানে যশোরে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। জেলা প্রশাসনের সহযোগিতায় যশোর পরিবেশ অধিদপ্তর দিবসটি উপলক্ষে সকালে যশোর কালেক্টরেট চত্বর থেকে বের করে বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. হুমায়ূন কবীর।  র‌্যালিটি শহরের প্রধান প্রাধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা সিসিটিএস মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সিসিটিএস মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবিনা ইয়াসমিন। আলোচনায় অংশ নেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মোহাম্মদ আতাউর রহমান, যশোর পৌরসভার প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম শাকিল, কলামিস্ট উপাধ্যক্ষ মশিউল আযম প্রমুখ। পরে পরিবেশ অধিদপ্তর আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top