সকল মেনু

আজ বাজেট অধিবেশন শুরু

Parliament1433101223 বিশেষ প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম : আজ  দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। এ অধিবেশন বিকেল সাড়ে ৫টায় শুরু হবে।

গত ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর পাঁচটি অধিবেশন হয়েছে। এটি হবে বর্তমান জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন। গত ১১ মে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

আসন্ন এ অধিবেশনে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পেশ করা হবে। আগামী ৪ জুন বিকেল ৩টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাজেট উপস্থাপন করবেন।

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো অর্থমন্ত্রী টানা সপ্তমবারের মত জাতীয় বাজেট দিতে যাচ্ছেন। সর্বোচ্চ সংখ্যক বাজেট দেওয়ার কৃতিত্ব এখন পর্যন্ত সাইফুর রহমানের রয়েছে। তিনি কয়েক দফায় ১২ বার বাজেট পেশ করেন।

অন্যদিকে এরশাদের আমলে দুইবারসহ এবার নিয়ে আবুল মাল আবদুল মুহিত মোট নয় বার বাজেট দেবেন। সম্প্রতি রাইজিংবিডিকে দেওয়া এক সাক্ষাৎকারে আল্লাহতাআলা সুস্থ্য রাখলে তিনি সাইফুর রহমানের রেকর্ড ভঙ্গ করার আশা ব্যক্ত করেছেন।

জাতীয় সংসদ সচিবালয় বাজেট অধিবেশনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। আজ বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় ষষ্ঠ অধিবেশনের মেয়াদসহ কার্যক্রম চূড়ান্ত করা হবে।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়, অধিবেশনে বাজেট কার্যক্রমের বাইরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাস হতে পারে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top