সকল মেনু

সোনার ১ কোটি ২০ লাখ টাকার বারসহ শাহজালালে বিমান জব্দ

Gold1433008827 নিজস্ব প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম :  হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কোটি ২০ লাখ টাকার সোনার বারসহ বাংলাদেশ বিমানের একটি এয়ারক্রাফট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

শনিবার শুল্ক গোয়েন্দা অধিদফতরের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার জানান, দুবাই থেকে আসা ওই উড়োজাহাজ হ্যাংগার এরিয়ায় পার্ক করা হলে তল্লাশি চালিয়ে একটি সিটের নিচ থেকে ২৪টি সোনার বার জব্দ করা হয়। জব্দকৃত এ সোনার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। একই সঙ্গে অবৈধভাবে এ সোনার বার বহনের দায়ে ওই বিমানটিকেও জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা বিভাগের সদস্যরা।

শুল্ক গোয়েন্দারা প্রাথমিকভাবে ধারণা করছেন, ওই বিমানটি হ্যাংগার এরিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশে উড়াল দেওয়ার কথা ছিল এবং সেখানেই অবতরণের পর সোনার বারগুলো কারো কাছে হস্তান্তর করা হতো।

এর আগে, অবৈধভাবে সোনা বহনের দায়ে আরো তিনটি উড়োজাহাজ জব্দ করে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top