সকল মেনু

বেনাপোলে ভারত-বাংলাদেশ যৌথ সীমানা জরিপ

unnamed যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল ও ভারতের পেট্রাপোল স্থলবন্দর এলাকায় আজ শুক্রবার দু’দেশের যৌথ সীমানা জরিপ অনুষ্ঠিত হয়েছে। বিজিবি সুত্রে জানায়, বেনাপোল স্থলবন্দরের গাঁ ঘেষে নির্মান কাজ চলছে ভারতের পেট্রাপোল স্থল বন্দরের বৃহৎ পণ্যাগার। এটি সম্পূর্ণ হলে দ্রুত দু’দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম সম্পাদন  হবে। এই নির্মান কাজে বন্দরের সিমানা  নির্ধারণ নিয়ে কিছু জটিলতা রয়েছে। তা সংশোধনের জন্য দু’দেশের ভূমি জরিপ অধিদপ্তরের কর্মকর্তারা যৌথভাবে কাজ করেন। সীমানা জরিপে ভারতের পক্ষে রয়েছেন, ভূমি জরিপ অধিদপ্তরের  উপ-পরিচালক উল্লাশ চক্রবর্তী, সার্ভে জরিপ অধিপপ্তরের সহকারী পরিচালক  বিজয় কুমার, সার্ভে রেকর্ড অফিসার সুজিত চক্রব্রতীসহ ৭ সদস্যের প্রতিনিধি দল। অপরদিকে বাংলাদেশের পক্ষে রয়েছেন, ভূমি জরিপ অধিদপ্তরের উপ-পরিচালক আনোয়ার হোসেন, সহকারী পরিচালক রফিকুল ইসলাম,  সহকারী পরিচালক দেরদৌস হোসেনসহ ৭ সদস্যের প্রতিনিধি। বেনাপোল চেকপোস্ট বর্ডার গার্ড বিজিবি ক্যাম্পের সুবেদার আইয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ কাজে সীমান্ত রক্ষী বিএসএফ ও বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যরা তাদেরকে সহযোগীতা করছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top