সকল মেনু

মুক্তি পাচ্ছে ৮ বছর পর ‘দুই বেয়াইয়ের কীর্তি’

dui1432716473  বিনোদন প্রতিবেদক : অবশেষে মুক্তি পাচ্ছে প্রয়াত নির্মাতা আবদুল্লাহ আল মামুনের শেষ চলচ্চিত্র ‘দুই বেয়াইয়ের কীর্তি’। ইতোমধ্যে অনেকবারই মুক্তির তারিখ নির্ধারিত হলেও নানা কারণেই মুক্তি পায়নি ‘দুই বেয়াইয়ের কীর্তি’ চলচ্চিত্রটি। অবশেষে ২৯ মে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। ২৬ মে মঙ্গলবার স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রযোজিত এ সিনেমার গল্প অনেক চমৎকার। স্বাস্থ্য ও সমাজ সচেতনমূলক গুরুগম্ভীর বিষয়কে হাস্যরসের মাধ্যমে এ ছবিতে তোলা ধরা হয়েছে। ফাস্টফুড জাতীয় খাবার গ্রহণের অপকারিতার দিকটিও দেখা যাবে এ সিনেমায়।

এ চলচ্চিত্রের দুই বেয়াইয়ের চরিত্রে দেখা যাবে- আবদুল্লাহ আল মামুন ও এটিএম শামসুজ্জামানকে। এ ছাড়াও আরো অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, পপি, ফেরদৌস, মীর সাবি্বর, তুষার খান, চিকিৎসা বিজ্ঞানী আজাদ খান, প্রয়াত সংগীতশিল্পী আজম খান, আর্ক ব্যান্ডের হাসান, প্রমিথিউসের বিপ্লবসহ অনেকে। চলচ্চিত্রটির সংগীতায়োজন করেছেন আলী আকবর রুপু।

২০০৭ সালে সিনেমাটির শুটিং শুরু হয়। ২০০৮ সালে নির্মাতা আবদুল্লাহ আল মামুন মৃত্যুবরণ করেন। যার কারণে প্রয়াত এ গুনী নির্মাতার শেষ চলচ্চিত্রের কাজ শেষ হতে দীর্ঘ সময় লেগে যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top