সকল মেনু

লিবিয়ার প্রধানমন্ত্রী অল্পের জন্য বেঁচে গেলেন

b7a9bcd077e491cf8b5dc83389e6823b_XLহটনিউজ ডেস্ক: অল্পের জন্য গুপ্তহত্যা থেকে প্রাণে বেঁচে গেছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আস-সানি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মুখপাত্র হাতেম আল-কুরাইবি এ খবর নিশ্চিত করেছেন।

লিবিয়ার জাতীয় সংসদের অধিবেশন থেকে বেরিয়ে গাড়িতে করে রওয়ানা দেয়ার সময় সশস্ত্র ব্যক্তিরা তার ওপর গুলি চালায়। লিবিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় তবরুক শহরে এ ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আস-সানি অক্ষত অবস্থায় বেঁচে গেলেও তার নিরাপত্তা বাহিনীর এক সদস্য আহত হয়েছে।

চার বছর আগে লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতন ঘটলেও এখন পর্যন্ত দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসেনি। দেশটিতে বর্তমানে দু’টি পার্লামেন্ট ও দু’টি সরকার রয়েছে। এর একটিকে আন্তর্জাতিক সমাজ স্বীকৃতি দিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top