সকল মেনু

সৈয়দপুরে বৈশাখী ঝড়ে ভেঙ্গে গেছে মাদ্রাসার শ্রেণিকক্ষ

unnamed মো. আমিরুজ্জামান, নীলফামারী  ২৬ মে : নীলফামারীর সৈয়দপুর উপজেলায় জ্যৈষ্ঠ মাসে আকস্মিক বৈশাখী ঝড়ে ভেঙ্গে গেছে সৈয়দপুর আসমতিয়া দাখিল মাদ্রাসার শ্রেণিকক্ষ। ফলে শিক্ষার্থীদের ব্যাঘাত ঘটছে পাঠদানে। সোমবার (২৬ মে) রাত ৩টায় আতর্ষিক ঝড়ে লন্ডভন্ড হয়ে যায়, বাড়িঘর, ক্ষেতের ফসল। এতে করে ওই মাদ্রাসার শ্রেণিকক্ষ ভেঙ্গে গেছে। এর ফলে শ্রেণি সংকটে হতাশায় ভুগছেন প্রতিষ্ঠানের সুপার আনোয়ারুল ইসলাম শাহ সহ শিক্ষার্থীরা।উপজেলার কয়া গোলাহাট এলাকায় আসমতিয়া দাখিল মাদ্রাসার দুটি শ্রেণিকক্ষ ভেঙ্গে যায়। এছাড়া উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় উপড়ে গেছে বড় বড় গাছপালা, বিদ্যুতের খুটিসহ বাড়িঘর। বিশেষ মৌসুমী ফসল লিচু, পটল, করলা ও বোরো ক্ষেতের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top