সকল মেনু

চাঁদপুর যুব উন্নয়ন কার্যালয়ে আওয়ামীলীগ নেতা কর্মীদের হামলা; আহত-৫

 indexনিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজারস্থ চাঁদপুর যুব উন্নয়ন কার্যালয়ে হামলা করেছে স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মীরা। ঘটনাটি ঘটেছে  মঙ্গলবার দুপুরে। হামলায় গুরুতর আহত হয়েছেন যুব উন্নয়নের কো অর্ডিনেটর মোঃ মোজাম্মেল হক খান, মৎস্য শিক্ষক সালাউদ্দিন আহম্মেদ, পোলট্রি শিক্ষক বেয়াইন মজুমদার, প্রশিক্ষানার্থী মোঃ ইউনুছ পাটওয়ারী, মোঃ মিলন। সরজমিনে গেলে জানা যায়, আশিকাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক আনিসুজ্জামান জুয়েল, পৌরসভার ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ মাসুদ মাল, সাবেক ছাত্রলীগ নেতা মোশারফ হোসেন সুজন, আশিকাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম খান সহ একদল আওয়ামলীগ নেতা কর্মী যুব উন্নয়ন অফিসের অবস্থান নিয়ে হামলা চালায়।
যুব উন্নয়নের কো-অর্ডিনেটর মোঃ মোজাম্মেল হক খান জানান, গত শনিবার সকালে আমার রুমে উল্লেখিত আওয়ামীলীগ নেতা কর্মীরা তালা দেয়। ২দিন ছুটি কাটিয়ে গতকাল সকালে অফিসে আসলে তালা দেখে কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। সকাল ১১টায় আওয়ামীলীগ নেতা কর্মীরা তালা খুলতে আসলে কো-অর্ডিনেটর তাদেরকে তালা লাগানোর কারণ জানতে চাইলে তারা বাকবিতন্ডায় জড়িয়ে পরে। এক পর্যায়ে আওয়ামীলীগ নেতা কর্মীরা তার অপর অতর্কিত হামলা চালায়। অফিসের অন্যান্য কর্মকর্তারা কো-অর্ডিনেটরকে উদ্ধার করতে আসলে তারাও হামলার শিকার হন। হামলার শিকার হয়ে কো-অর্ডিনেটর সহ অন্যান্য কর্মকর্তারা জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেনকে বিষয়টি অবগত করেন।
এলাকাবাসীরা জানায়, আওয়ামীলীগের একদল নেতা কর্মীরা যুব উন্নয়ন কার্যালয়ের ভিতরে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ লিপ্ত থাকলে তাদেরকে বাধা প্রদান করায় এ ঘটনা ঘটানো হয়। যুব উন্নয়নের মূল ফটকে মোশারফ হোসেন সুজনের পোষ্টার লাগাতে বাধা প্রদান করায় তারা ক্ষোভে এ হামলা চালাতে পারে।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top