সকল মেনু

দুর্গাপুরে কর্মসৃজন কর্মসূচী আওতায় বেড়িবাঁধ পুনঃনির্মান

unnamed নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর(নেত্রকোনা): দুর্গাপুরে সোমেশ্বরী নদীর আত্রাখালী শাখায় বিগত ২৩ সেপ্টেম্বর ২০১৪ ইং তারিখের প্রলয়ংকারী বন্যায় দুর্গাপুর সদর ইউনিয়নের চকলেঙ্গুরা গ্রামের ৪ হাজার মিটার বেড়িবাঁধের অংশের ৫শত মিটার ভেংগে গিয়ে উক্ত এলাকায় লোকমান মিয়ার বাড়ী সহ বেশকয়েকটি বাড়ী সম্পূর্ন রুপে বিলীন হয়ে যায়। সেই বেড়িবাঁধটি কর্মসৃজন কর্মসূচীর আওতায় ১৪১জন অতি দরিদ্র শ্রমিকের প্রত্যক্ষ অংশ গ্রহনে পুনঃ নির্মিত হচ্ছে । এ উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস বাঁধ নির্মান কাজ পরিদর্শন করেন সোমবার।
এলাকাবাসীর আয়োজনে দুর্গাপুর ইউ,পি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহীনুর আলম সাজুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কৃষকলীগ সভাপতি আব্দুল্লাহ হক,প্রেসক্লাব সভাপতি মোঃ মোহন মিয়া,ইউপি সদস্য মোঃ ওহিদুল্লাহ, হোসন মিয়া প্রমূখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top